সাভারে পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের ভবনের ছাদ ধসে আহত ১৬
প্রকাশিত : ২৩:৩৬, ১০ মার্চ ২০২৩
ঢাকার অদূরে সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৬ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাভারের ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলামকে বলেন, ভবনটি আমাদের ফায়ার সার্ভিস স্টেশনের খুব কাছেই। ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এসে দেখি ভবনের ১০ তলার ছাদের অধিকাংশ ভেঙে পড়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয় এবং একজন আইসিইউতে আছেন। প্রাথমিকভাবে তারা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের আঘাত গুরুতর মনে হয়নি।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, সাইক্লোর্টন স্থাপনা প্রকল্পের আওতায় ১০ তলা ভবনের আজ সবশেষে ১০ম তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এসময় ওই তলার অডিটোরিয়ামের অংশটি একটু উঁচু করায় ওই অংশটি ঢালাই করতে গেলে সেই স্থানটি ধসে পড়ে।
এ ব্যাপারে পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
কেআই//
আরও পড়ুন