ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১৭:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ২৮ মার্চ ২০১৭

সাভারের আমিনবাজারে বিলবোর্ড স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আব্দুল আলী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বিলবোর্ড স্থাপনকারী ডা. মামুনুর রশীদ ও তার ভাইকে আটক করেছে পুলিশ। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার সকালে আব্দুল আলী সুপার মার্কেটের তৃতীয় তলায় ডা. মামুনুর রশিদের মালিকানাধীন রশিদ ডেন্টাল ক্লিনিকের ডিজিটাল ব্যানার টানানোর কাজ করছিলেন ৮ শ্রমিক। সেসময় পাশে থাকা বিদ্যুতের তারের সাথে জিআই তার জড়িয়ে গেলে বিদ্যুত-স্পৃষ্ট হয়ে পড়েন ৩ শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। নিহতরা হলেন ময়মনসিংহের সাইদুল, নওগাঁর গেলু ও গাইবান্ধার শাহ আলম। ঘটনায় গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির গাফলতিকে দায়ী করলেও এড়িয়ে যান তারা। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ডা. মামুমুনুর রশীদ ও তার ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্তে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানজারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি