ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সাভারে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু

প্রকাশিত : ১৮:৪২, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪২, ২২ আগস্ট ২০১৬

সাভারে ভুল চিকিৎসায় মনতাজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাভার পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় মন্ডল ফার্মেসীতে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঢাকা মশক নিবারন দপ্তরে চাকুরী করতেন। ঘটনার পরই নিহতের মরদেহ নিয়ে স্থানীয়রা ফার্মেসীর সামনে অবস্থান করে। এসময় ভুয়া ডাক্তার ফার্মেসীতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। নিহতের পরিবার জানান, মনতাজুল ইসলামের বুকে প্রচন্ড ব্যাথা হলে মন্ডল ফার্মেসীতে নিয়ে যাওয়া হয়।  এসময় ভুয়া ডাক্তার শহিদুল ইসলাম একটি ইঞ্জেকশন দিলে ব্যাথা ওঠার পর মৃত্যু হয় মনতাজুলের। শহিদুল ইসলাম আগে রাজমিস্ত্রির কাজ করতেন, পরে তিনি ফার্মেসীর দোকান দেন বলে জানায় স্থানীয়রা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি