ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে লাশের স্তূপের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩১, ২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে লাশের স্তূপের ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রোববার বিকালে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্র আন্দোলনের সময় আবুল হোসেন নামে একজন নিখোঁজ হয়েছেন এমন দাবি করে থানায় মিসিং ডায়েরি করেছেন স্ত্রী লাকী আক্তার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি মরদেহের ভিডিও ছড়িয়ে পড়ার মর্মান্তিক দৃশ্য তোলপাড় সৃষ্টি করেছে সারাদেশে। ভাইরাল ভিডিওটির ঘটনাস্থল নিয়ে সংশয় থাকলেও পরবর্তীতে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ভিডিওটি ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক) সাজেদুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি যতদ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। 

এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গেলো শুক্রবার মরদেহ স্তূপাকারে ভ্যানে জমা করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দু’জন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে মরদেহ ভ্যানে নিক্ষেপ করছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি