ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

সাভারে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

প্রকাশিত : ১১:০৩, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ২৮ মার্চ ২০১৭

সাভারের শহীদ ক্যাডেট একাডেমির সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্যাতন করে পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে ৩ শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থীরা জানায়, শনিবার দুপুরে স্কুলের সপ্তম শ্রেণীর আবাসিক শিক্ষার্থী ইব্রাহিম ও সালমান এর মধ্যে বিতন্ডা হয়। পরে ইব্রাহিমকে কক্ষে ডেকে অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক শহিদুল ও রায়হান বেদম প্রহার করেন। একপর্যায়ে ইব্রাহিমের পা ভেঙ্গে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে  সে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অধ্যক্ষসহ ২ শিক্ষক পলাতক রয়েছে। ইব্রাহীমের পরিবার থানায় জিডি করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি