ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারের জাহিদ হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রায় এক যুগ আগে রাজধানীর অদূরে সাভার এলাকায় ‘পূর্ব শত্রুতার জেরে’ জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে খুনের দায়ে তিন জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির মৃত মোশারফ কাজীর ছেলে কাজী আহসান তাকবীর, রংপুরের কোতোয়ালি থানার আলমনগর খামারের মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে মো. কাজল ও সাভারের বন পুকুর এলাকার মৃত আরব উল্লাহ ছেলে লাল চাঁন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

পলাতক অপর দুই আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, আসামিদের সাথে জাহিদ হোসেনের শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই লাল চাঁন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানাধীন আড়াপাড়ার হিজলাপাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরা জাহিদকে কুপিয়ে গুরুতর জখম করেন।

এরপর লোকজন তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ।

এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১৫ সালের ৩০ অগাস্ট তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৬ সালের ২ মার্চ এ মামলার বিচার শুরুর আদেশ দেয় আদালত।

অভিযোগপত্রভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শুনে বৃহস্পতিবার তিন আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি