সাভারের রানা প্লাজা ধসের মামলার বিচার শুরুর আদেশ
প্রকাশিত : ১৫:৩৬, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩৬, ১৪ জুন ২০১৬
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানা, তার বাবা ও মাসহ ১৮ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুস্তাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২৩ অগাস্ট দিন ঠিক করে দেন। এই মামলার ১৮ আসামির মধ্যে ১৩ জন এজলাসে উপস্থিত ছিলেন। বাকিরা মামলার শুরু থেকেই পলাতক। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল, উপস্থিত ১৩ আসামি আদালতের প্রশ্নের জবাবে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার দাবি করেন। আদালত তার দাবি নাকচ করে বিচার শুরুর আদেশ দেন।
আরও পড়ুন