সামর্থ্যহীন রোহিঙ্গাদের বিনামূল্যে টেলিটক সেবা
প্রকাশিত : ০০:১১, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ০৯:৫৫, ৫ অক্টোবর ২০১৭
কক্সবাজার রোহিঙ্গা শিবিরে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের বুথে সামর্থ্যহীন শরণার্থীরা বিনামূল্যে ফোন করতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার সাংবাদিকদের একথা জানান।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থাপিত কুতুপালং ক্যাম্প-১ এবং ক্যাম্প-২ এ টেলিটকের মোবাইল বুথ ও ফোন সেবা কার্যক্রম পরিদর্শনের সময় এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, যারা পারবেন তারা টাকা দেবেন, যারা পারবেন না, তাদের কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন নেই।
মিয়ানমারের এই নাগরিকরা যতদিন শরণার্থী শিবিরে থাকবেন, ততদিন পর্যন্ত তাদের এ সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১০ দিন আগে টেলিটকের মোবাইল বুথ কাজ শুরু করে, টেলিটক সেবা দেবে, ব্যবসা করবে না। টেলিটক কম মূল্য বুথগুলো থেকে সুবিধা দেবে। প্রায় বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী আরও বলেন, বিপন্ন মানবতা দেখে আসার পর প্রধানমন্ত্রী তাদের সহায় হয়েছেন, তারা মানবতার আরেকটি রূপ দেখেছে। আমরা মানবতার অংশ হতে চেয়েছি, টেলিটকের মাধ্যমে এটি চেষ্টা করা হচ্ছে।
ক্যাম্প এলাকায় টেলিটকের নেটওয়ার্কের জন্য সাতটির পাশাপাশি অতিরিক্ত আরও ৬টি বিটিএস বসানো হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে। তা সম্পন্ন হলে তাদের কাছে সিম বিক্রি করা যায় কি না, তা ভেবে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
আরকে/টিকে
আরও পড়ুন