ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সামাজিক অবক্ষয়েই প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৮ ডিসেম্বর ২০১৭

সামাজিক অবক্ষয়ই প্রশ্ন ফাঁসের ঘটনার প্রধান কারণ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শিক্ষা মন্ত্রণালয়কে বেকায়দায় ফেলতেই প্রশ্ন ফাঁস করে ছড়িয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। আজ সোমবার ডেমরা মাতুয়াল আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস যুগ যুগ ধরে হলেও আগে এতো বেশি প্রচারণা হতো না। কিন্তু এখন গণমাধ্যম বেড়ে যাওয়ায় তা সহজেই সর্বস্তরে প্রচার পাচ্ছে। তবে এর এর মূল হোতা আমাদের শিক্ষকরা।

নুরুল ইসলাম বলেছেন, আগে প্রশ্ন ছাপাখানা বিজি প্রেস ছিল প্রশ্ন ফাঁসের আখড়া। আমরা নানাভাবে সেখানে প্রশ্ন ফাঁস বন্ধ করতে সক্ষম হয়েছি। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষার চালক শিক্ষকরা প্রশ্ন ফাঁস করছেন। পরীক্ষার দিন সকালে তাদের হাতে প্রশ্ন গেলেই তারা বিভিন্ন কৌশলে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে তা ফাঁস করে দিচ্ছেন।

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের নজরদারিতে রাখা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেছেন, যারা এমন অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবে তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে। তিনি প্রশ্ন ফাঁস রোধে শিক্ষক-অভিভাবকসহ সকলের সহযোগিতা চেয়েছেন।

শিক্ষামন্ত্রী আনন্দ প্রিন্টিং প্রেস ঘুরে সেখানে পাঠ্যপুস্তক ছাপা ও সারা দেশে পাঠ্যপুস্তকের সর্বশেষ অবস্থা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি জানান, ২০১৮ শিক্ষাবর্ষের জন্য ইতোমধ্যে সারা দেশে ৯৭ শতাংশ বই পৌঁছে গেছে। চলতি সপ্তাহের মধ্যে বাকি বই পৌঁছে যাবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি