ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ৭ জুন ২০১৮

আগামী অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ১০ হাজার ৪৫০ কোটি টাকা। বরাদ্দের পরিমাণ ৬৪ হাজার  ৬৫৬ কোটি টাকা। যা মোট বাজেটের ১৩ দশমিক নয় দুই শতাংশ। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এবার সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে প্রায় ১০ লাখ।

দারিদ্র্য নিরসন আর সমাজের হতদরিদ্র মানুষের অভাব-অনটন লাঘবে ১৯৯৬-৯৭ অর্থবছরে প্রথম সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর্থ-সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই খাত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রতি বাজেটেই এ খাতে বেড়েছে বরাদ্দের পরিমাণ। আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৬৪ হাজার ৬ ৫৬ কোটি টাকা। যা মোট বাজেটের ১৩ দশমিক নয় দুই শতাংশ।

বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বয়স্ক ও বিধবা, মাতৃত্বকালীন, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, কম দামে চাল দেয়া, ভিজিডি, ভিজিএফ সুবিধাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা প্রায় ৬৮ লাখ। আগামীতে এই সংখ্যা উন্নীত হবে ৭৮ লাখে।

উপকারভোগীদের মধ্যে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা ৩৫ লাখ থেকে ৪০ লাখে বৃদ্ধি হয়েছে, বিধবা ও স্বামী নিগৃহিতা ১২ লাখ ৬৪ হাজার মহিলার পরিবর্তে ১৪ লাখ, অস্বচ্ছল প্রতিবন্ধী ৮ লাখ থেকে ১০ লাখে, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উপবৃত্তি ভোগীর সংখ্যা ৮০ হাজার থেকে ৯০ হাজারে, বেদে সম্প্রদায়ের সংখ্যা ৩৬ থেকে ৬৪ হাজারে, চা শ্রমিক ৩০ হাজার থেকে ৪০ হাজারে, মাতৃত্বকালীন দরিদ্র মায়ের সুবিধাভোগীর সংখ্যা ৬ থেকে ৭ লাখে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রয়েছে, চিকিৎসা সুবিধার ব্যবস্থা।

বেড়েছে ভাতার পরিমাণও। যুদ্ধাহত ও অসুস্থ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে সহায়তার জন্য ৪০০ কোটি টাকা রাখা হয়েছে বাজেটে।

 

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি