ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাম্পাওলির ওপর এবার চটেছেন আগুয়েরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ক্রোয়েশিয়ার কাছে হারের সব দায় আগেই নিজের কাঁধে তুলে নিয়েছেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। তবে দায় নিজের কাঁধে নিলেও আর্জেন্টাইন ফুটবলারদের একহাত নিয়েছেন তিনি। তার অভিযোগ তার রণকৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে না ফুটবলাররা।

এর জের ধরেই সাম্পাওলির ওপর বেজায় চটেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। বিশেষ করে পাভোন, দিবালার মতো খেলোয়াড়দের কেন বেঞ্চে বসিয়ে রেখেছিলেন সাম্পাওলি। এতে আরও বেজায় চটেছেন সাবেক কোচ ম্যারাডোনাও। এদিকে সংবাদ মাধ্যম বলছে, আগুয়েরো, মেসিরা নাকি নাইজেরিয়া ম্যাচের আগেই সাম্পাওলিকে ছাটাইয়ের পক্ষে মত দিয়েছেন।

এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধ শুরুর ৯ মিনিটের মাথায় তাঁকে মাঠ থেকে তুলে নেন সাম্পাওলি। তবে এ বিষয়ে আগুয়েরো অবশ্য কিছু বলেননি। হারের পর বিমূঢ় হয়ে বেঞ্চে অনেকক্ষণ বসে ছিলেন আগুয়েরো। আগুয়েরো এর জবাবে সরাসরি কোনো মন্তব্য না করলেও বুঝিয়ে দিয়েছেন, কোচের কথাটা তাঁর ভালো লাগেনি। ম্যাচ শেষে মিক্সড জোনে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বলেন, ‘সে যা খুশি বলতে পারে। রাগ ও দুঃখ—দুটোই লাগছে, যদিও এখনো সুযোগ আছে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি