ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২৭ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশে অগ্রগতির পথে, স্বাধীন দেশে বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে উৎপাটন করা হবে। 

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় কবির এই দিনটিতে আমাদের আজকে এই অঙ্গীকার করতে হবে; কারণ জাতীয় কবির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতায়-গানে চেতনার যে বিস্ফোরণ ঘটিয়েছেন। 

যারা সত্যিকারের বাঙালি তাদের কাছেও আমরা এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই, বলেন কাদের।

তিনি আরও বলেন, নজরুল চির দিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালি জীবনে খুবই প্রাসঙ্গিক। আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে তিনি অফুরান এক প্রেরণার উৎস। চির দিন তিনি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন।

ভারতের বিজেপি এবং আরএসএস নজরুলের সৃষ্টি সম্ভার স্বতন্ত্র ভাষায় প্রকাশ করে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়েছে। সেখানে তাকে একজন সাম্প্রদায়িক কবি হিসেবে চিহ্নিত করার প্রয়াস দেখা যাচ্ছে। সেখানে কিছু করার আছে কি না গণামাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা বাইরে যা দেখছি, সেটা নিয়েই ভাববো। ভেতরের এই গূঢ় রহস্য সেটার উদঘাটন আমাদের দায়িত্ব নয়। কে কী করে, যেটা দৃশ্যমান সেটা নিয়ে আমরা ভাববো। সেখানে গূঢ় কোনো রহস্য আছে কি না সেটা আমাদের জানার দরকার নেই।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি