সারা দেশে শীতের তীব্রতা কমেছে (ভিডিও)
প্রকাশিত : ২০:১৮, ১৯ জানুয়ারি ২০১৯
উত্তরাঞ্চলসহ সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে, কুয়াশার কারণে এখনো ব্যাহত হচ্ছে জনজীবন। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়, রাজশাহী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বরাবরই বেশি। তবে গত কয়েকদিন সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারেও বেশ ঠান্ডা পড়ছিল। দুই-একদিন ধরে এর তীব্রতা কিছুটা কমেছে। কিন্তু এখনো রয়েছে কুয়াশা। অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের।
শীত ও কুয়াশার কারণে কাজে বের হতে পারছেন না দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। জেলা প্রশাসন, বিভিন্ন ব্যক্তি ও সংস্থা দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেও, প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়।
লালমনিরহাটের হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তাদের বেশিরভাগই শিশু।
রোগীর চাপ বেড়ে যাওয়ায়, বেকায়দায় পড়েছেন চিকিৎসকরা।
ঠান্ডায় কষ্টে আছেন গাইবান্ধার নিম্ন আয়ের মানুষ। দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক।
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন