ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারাদেশ বাংলা বর্ষ বরণে উৎসবের রংয়ে রঙ্গিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বাংলা বর্ষ বরণে উৎসবের রংয়ে রঙ্গিন হয়ে উঠে সারাদেশ। নাচ-গানে বাঙ্গালী সংস্কৃতি তুলে ধরার আবহে সামিল হয়, সব বয়সের মানুষ। বিভিন্ন স্থানে হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলা।
নতুন বছরকে স্বাগত জানাতে সারাদেশেই উৎসবে মেতে উঠে বাঙ্গালী। নেচে-গেয়ে চলে আনুষ্ঠানিকতা।
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
মাদারীপুরে বর্ষবরণ উপলক্ষে লেকেরপাড়ে বৈশাখী মেলার আয়োজনে ভিড় জমায় সব শ্রেণী-পেশার মানুষ।
দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উদীচীর আয়োজনে অনুষ্ঠিত হয় প্রভাতি অনুষ্ঠান।
ফরিদপুরে স্বাধীনতা মঞ্চে আবৃত্তি ও গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা হয়।
পাবনায় ঐতিহ্যবাহী হাজরা খেলা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোলে প্রশাসনের উদ্যোগে প্রায় অর্ধলক্ষ মানুষকে পান্তা খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
বরগুনার শিমুলতলায় সংঙ্গীতানুষ্ঠান ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় বৈশাখী মেলা।
নীলফামরীতে মঙ্গল শোভাযাত্রার পর বৈশাখী চত্ত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু আনন্দ মেলা।
মৌলভীবাজারে অনুশিল চক্রের আয়োজনে সমবেত কন্ঠে আগমনী সংগীতে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
গাজীপুরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন বের হয় মঙ্গল শোভাযাত্রা।
নড়াইলে হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি-খেলা, হা-ডু-ডু, ঘুড়ি উড়ানো ও লোকসংগীতের অনুষ্ঠান। এছাড়া ছিলো আবৃত্তি, শিশুদের চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
নরসিংদীতে বাউল গান ও যাত্রাপালাসহ বাংলা সংস্কৃতির আয়োজন চলে সারাদিন।
সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে সবার মাঝে ছড়িয়ে যাক সম্প্রীতির বার্তা, এটিই প্রত্যাশা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি