সারাদেশে ইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত : ২৩:৪৩, ১৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:০৩, ২৪ এপ্রিল ২০১৮
নানা আনুষ্ঠানিকতায় সারাদেশে উদযাপন করা হচ্ছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯তম বর্ষে পর্দাপণ উপলক্ষে দেশব্যাপী র্যালি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান হয়েছে।
প্রিয় টেলিভিশন চ্যানেলের জন্মদিনের এসব আয়োজনে অংশ নেন দর্শক ও শুভানুধ্যায়ীরা।
ময়মনসিংহে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কেক কেটে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সিলেটে কেক কেটে আনুষ্ঠানিকতার শুরু। পরে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাজশাহীতে একুশে টেলিভিশনের জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে দুই শিশুকে একুশে টেলিভিশনের পক্ষ থেকে বৈশাখের পোশাক উপহার দেয়া হয়।
দুপুরে রংপুর সিটি প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
কেক কাটা, আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী।
সকালে কক্সবাজার প্রেসক্লাবে কেক কেটে একুশের প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা হয়। আয়োজনে ছিলো পান্তা ইলিশ খাওয়া এবং ঐতিহ্যবাহি মোরগ লড়াইয়ের।
একুশে ফোরামের উদ্যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর কিশলয় কিন্ডার গার্টেন স্কুলে কেক কেটে কাটা হয়। পরে জেলার বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।
কেক কাটা, আনন্দর্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শরীয়তপুরে একুশের জন্মদিন উদযাপিত হয়েছে।
সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে।
পিরোজপুরে আলোচনা সভা ও কেককেটে একুশের জন্মদিন উদযাপন করা হয়।
মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে একুশে টেলিভিশনের সপ্তাহ ব্যাপী জন্মউৎসব।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে একুশের জন্মদিন।
ভিডিও:
টিকে