সারাদেশে একুশের জন্মদিন
প্রকাশিত : ১৩:০৮, ১৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:২৭, ১৪ এপ্রিল ২০১৬
প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে একুশে টেলিভিশনের জন্মদিন। ১৭তম বর্ষে পর্দাপণ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। বিভিন্নস্থানে কেক কেটে জন্মদিনের শুভসূচনা করা হয়। এছাড়াও রয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভাসহ নানা আয়োজন।
প্রিয় টেলিভিশন চ্যানেলের জন্মদিন। তাই দেশের বিভিন্নস্থানে দর্শক ও শুভানুধ্যায়ীদের এই আয়োজন।
নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনের এতিম শিশুদের নিয়ে প্রতিবছরের মত এবারও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রিত শিশুদের পরিবেশন করা হয় উন্নতমানের খাবার।
এমন আয়োজনে খুশি সদনের শিশুরা। একুশে টেলিভিশনের ১৭ বছর পর্দাপনে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট জনসহ সদনের সংশ্লিষ্টরা।
একুশে টেলিভিশনের ১৭ বর্ষে পদার্পনের প্রথম প্রহরে নোয়াখালী প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে কেক কেটে ৭ দিনের কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গকেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
পরিবর্তনে অঙ্গিকারাবদ্ধ- এই শ্লেগানকে সামনে রেখেই গাইবান্ধায় পালিত হচ্ছে একুশে টেলিভিশন এর জন্মদিন । এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে গাইবান্ধার প্রথম নারী সাংবাদিক একুশে টেলিভিশন এর প্রতিনিধি আফরোজা লুনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
টাঙ্গাইলে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে কেক কেটে আনন্দ উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি।
একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা।
এছাড়াও পাবনা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় একুশে টেলিভিশনের জন্মদিন।
আরও পড়ুন