ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সারাদেশে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে মাদকদ্রব্য (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ২ জুন ২০১৮

সারাদেশে ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে মাদকদ্রব্য। নেশার কারণে নষ্ট হচ্ছে তরুণ- যুব সমাজের ভবিষ্যত। চিকিৎসকরা জানিয়েছেন, মাদক সেবনের কারণে দীর্ঘমেয়াদী ক্ষতি হয় মানব শরীরে। আর তাদের সুস্থ জীবনে ফেরাতে সহমর্মিতার হাত বাড়ানোর পরামর্শ দিয়েছেন মনোচিকিৎসকরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদক নির্র্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে সরকার।

এই তরুণীর ছদ্মনাম পড়শী। ২১ বছরের পড়শী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। স্বচ্ছল পরিবারের মেয়ে পড়শীর নেশার জীবন শুরু সিগারেটের ধোঁয়া থেকে। এখস সে মরন নেশা ইয়াবায় আসক্ত।

শুধু পড়শী নয়, রাজধানীতে এমন অনেক তরুন-তরুণী আসক্ত হয়ে পড়ছে মাদকের ভয়াবহ নেশায়।

সমাজের উচ্চবিত্ত থেকে নিন্মবিত্তের সন্তান- কেউই রেহাই পাচ্ছে না আসক্তি থেকে। বাড়ী-পার্ক-রেল লাইন, বন্ধুদের আড্ডা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও মাদক সেবন চলে দেদারছে।

শহর থেকে গ্রাম- সারাদেশই যেন মাদকের অভয়ারন্য।

গাজা, হেরোইন, ফেনসিডিল খাওয়ার দৃশ্য

হাত বাড়ালেই মিলছে মদ, গাজা, হেরোইন, ফেনসিডিল, প্যাথিড্রিন। সহজলভ্য হওয়ায় দিনদিন বাড়ছে সেবনকারীর সংখ্যা। সর্বনাশা মাদক কেড়ে নিচ্ছে কৈশোর, যৌবন।

চিকিৎসকরা বলছেন, মাদক সেবনের কারণে শুধু আর্থিক ক্ষতিই নয়, সেবনকারীরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়।

আর আসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে তাদের প্রতি সহমর্মী হওয়ার পরামর্শ দিলেন এই মনোচিকিৎসক।

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বনাশা মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার না হলে ধ্বংস হবে তরুণ প্রজন্ম; সমাজে বাড়বে অস্থিরতা।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি