ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সারাদেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:৫৯, ১৬ এপ্রিল ২০১৭

সারাদেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম ইউপি নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন নিয়ে মাদারীপুরের পূর্ব এনায়েতনগরে আওয়ামী লীগ সমর্থক ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আলীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পর আবার শুরু হয়। এদিকে কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর লামচর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী সুলতানা নির্বাচন বর্জনের ঘোষনা দেন। এছাড়া কোথাও কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নির্বাচনী এলাকায় বিজিবিসহ মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ১৭৪টি ইউপিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশে ১৮টি ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি