ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

‘সারেগামাপা’র মূল পর্বে চট্টগ্রামের শুভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১৮ জুন ২০২২

পশ্চিমবঙ্গের রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’ সীমানা পেরিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু তাই নয়, এর নতুন সিজনে মূল পর্বে জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের শুভ দাশ।

যদিও তিনি বাংলাদেশি হিসেবে প্রথম নয়। এর আগেও বাংলাদেশের নোবেল, অবন্তী সিঁথি মাতিয়েছিলেন ‘সা রে গা মা পা’-এর মঞ্চ।

জানা যায়, অডিশনের পর্বে প্রথমে শ্রদ্ধের মান্না দে’র গাওয়া ‘এ তো রাগ নয়, এ যে অভিমান’ গান পরিবেশন করেন শুভ। কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকানোর পরই, বিচারকের আসনে শ্রীকান্ত আচার্য শুভর কাছে আরও একটি গান গাইয়ে শোনানোর জন্য বলেন। তবে কোনও যন্ত্রপাতি নয়, শুধু হারমোনিয়াম ও তবলা সহযোগে গান শোনার আবদার করেন তিনি। 

এরপরই শুভ অখিলবন্ধু ঘোষের গাওয়া ‘তোমার ভুবনে ফুলের মেলা’ গানটি গেয়ে শোনান।

যা শুনেই শ্রীকান্তের বলেন, “বড্ড যত্ন করে, চমৎকার, মন দিয়ে গেয়েছ। সেইটা প্রকাশ পেয়েছে তোমার গানের মধ্যে।” 

সে অনুষ্ঠানের মহাগুরু পণ্ডিত অজয় চক্রবর্তীও প্রতিযোগীর প্রশংসায় পঞ্চমুখ। এই গান দুটি গেয়ে রিয়ালিটি শো-এর মূল পর্বে জায়গা করে নেন চট্টগ্রামের ছেলে শুভ দাশ।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি