ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সার্ক ফোয়ারায় ফাটল, সড়কে জলাবদ্ধতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:২৫, ৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পশ্চিম দিকের দেওয়ালে ফাটল দেখা গেছে। এতে ফোয়ারার পানি গড়িয়ে পান্থপথ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন পথচারী এবং যাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ভোরে ফোয়ারার দেওয়ালে ফাটল দেখা যায়। তখন থেকেই ফাটলের অংশে পানি গড়িয়ে পড়তে থাকে। এভাবে সারাদিন পানি গড়িয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় পান্থপথ সড়কের একাংশে। 

স্থানীয়রা জানান, প্রথমে রাস্তায় পানি ছড়িয়ে থাকতে দেখে তার উৎস খুঁজতে শুরু করেন তারা। পরে দেখা যায় ফোয়ারার দেওয়ালে ফাটল। 

এরইমধ্যে ফাটল মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্লিষ্ট কর্তৃপক্ষ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি