ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সার্ক সম্মেলন পন্ড, দায় নিতে হবে পাকিস্তানকেই

প্রকাশিত : ১৮:৩১, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩১, ১ অক্টোবর ২০১৬

সার্ক সম্মেলন পন্ড হয়েছে শুধুমাত্র পাকিস্তানের জন্য এবং পাকিস্তানকেই এর দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরামের এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তারা। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশে জাতীয় জনমত প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে অধ্যাপক মেজবাহ কামাল বলেন, এখন যুদ্ধপরাধীদের পক্ষে আইনজীবিরাও কাজ করতে চাননা, এমনকি যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরাও মাথা তুলে দাড়াতে পারছে না। এসময় সেক্টর কমান্ডারর্স ফোরামের নেতারা বলেন, তুরষ্ক এবং পাকিস্তানের মধ্যে দর্শনগত মিল রয়েছে আর সেকারনে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হলে এই দুটি দেশ তাদের অবাঞ্চিত প্রতিক্রিয়া জানায় ।  পাকিস্তান ও তুরষ্কের কুটনৈতিক আচরন শিষ্ঠাচার বর্হিভুত বলেও মন্তব্য করেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি