ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

‘সার্টিফিকেট অব মেরিট’ অর্জন করলো শক্তি ফাউন্ডেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১৪ নভেম্বর ২০২৪

বার্ষিক প্রতিবেদনের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস (সাফা) কর্তৃক এনজিও ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ‘সার্টিফিকেট অব মেরিট’ অর্জন করেছে শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন। ১১ নভেম্বর, ২০২৪ শ্রীলঙ্কার কলম্বোতে এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

সাফা হলো ৮টি সার্ক দেশের অ্যাকাউন্ট্যান্টদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়।

শক্তি ফাউন্ডেশন বিগত তিন বছর ধরে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট (আইসিএবি) থেকে বার্ষিক প্রতিবেদনের জন্য পুরস্কার অর্জন করে আসছে। এই প্রথমবার প্রতিষ্ঠানটি অন্যান্য সার্কভুক্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে আঞ্চলিক পর্যায়ে এই পুরস্কার অর্জন করেছে।

এ উপলক্ষে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, “এই অ্যাওয়ার্ড স্বচ্ছতা, জবাবদিহিতা, ও সুশাসন নিশ্চিতে শক্তির অটুট প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এই সম্মানজনক পুরস্কার পেয়ে অত্যন্ত গর্বিত। এই স্বীকৃতি আমাদেরকে একটি নৈতিক ও টেকসই সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টাকে অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করবে।”

/আআ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি