ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১২ ডিসেম্বর ২০১৯

শিল্পকলায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শিল্পকলায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

Ekushey Television Ltd.

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ শির্ষক দুই দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা। 

একাডেমির নন্দনমঞ্চে আজ ১২ ডিসেম্বর ও কাল ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বরেণ্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী ও আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ ও সঙ্গীত পরিবেশন করবেন। 

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। 

বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবর এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন। আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি