ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমান জেলে যাওয়ায় খুশি সোফিয়া হায়াৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১৭, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি যোধপুরের জেলে রয়েছেন। ২০ বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাকে এ সাজা দেওয়া হয়। যদিও এই মামলায় জেল হলে অভিযুক্তের জামিন মঞ্জুর হয়। তবুও আইনি পদ্ধতি কার্যকরী করতে যতদিন লাগবে সে সময় পর্যন্ত তাকে জেলে থাকতে হবে।

ভাইজানের দণ্ডে বলিউডের অনেক তারকাই দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু সালমান খানের শাস্তির খবরে খুশি হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মডেল সোফিয়া হায়াৎ। সোফিয়া `বিগ বস ৮`-এর প্রতিযোগী ছিলেন। তিনি সালমানের ছবি ও একটি লম্বা লেখা শেয়ার করে ছবিটিতে `বিইং হিউম্যান`-এর বদলে `নো মোর হিউম্যান`  লিখেছেন।

সোফিয়া আরো লিখেছেন, কর্মের ফল পেতেই হয়। অনেকে সালমান খানের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। তারা ভাবেন পুরো বলিউডের পর্যালোচনা করেন সালমান। কিন্তু আমি ভয় পাই না, বরং সে জেলে গিয়েছেন বলে আমি খুশি হয়েছি। পোস্টটির শেষে সোফিয়া লেখেন, আমি আজ বলতে পারি, হিন্দুস্তান জিন্দবাদ।

সোফিয়ার এ ধরনের মন্তব্য এবারই প্রথম নয়। এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সোফিয়া হায়াৎ।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি