ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানকেই পছন্দ প্রিয়াঙ্কার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:২৮, ১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খান বর্তমানে ‘রেস থ্রি’ নিয়েই ব্যস্ত রয়েছেন। এই ছবির কাজ শেষ করেই আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির কাজে হাত দেবেন সালমান খান। শুনা যাচ্ছে, এতে তার বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলিত হচ্ছেন দুজন। ২০০৮ সালে ‘গড তু সি গ্রেট হো’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। ১০ বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচেছন তারা।

নতুন ছবি নিয়ে কিছুদিন আগে মুম্বাই ফিরে এমনটাই আভাস দিয়েছিলেন পিসি। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। তার আগ্রহ সালমানের এই ছবিতে কাজ করার।

এদিকে, আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে হলিউডে ব্যপক সাড়া ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি হলিউড ছবিতেও কাজ করেছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।   

সম্প্রতি আয়ারল্যান্ডে ‘কোয়ান্টিকো’র শেষ তিন পর্বের দৃশ্যধারণ শেষ করেছেন প্রিয়াঙ্কা। এমনকি সিরিজটি চতুর্থ সেশনের শ্যুটিং প্রায় শেষ। কিন্তু এবার নাকি তেমন একটি সুযোগ পাচ্ছে না ‘ফ্যাশন’খ্যাত এই তারকা। আর সে কারণেই সালমানের ‘ভারত’ বেছে নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।     

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি