ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের সঙ্গে কখনই ছবি নয়: ঐশ্বর্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সালমান-ঐশ্বরিয়া জুটির ‘হাম দিল দে চুকে সানাম’ ১৯৯৯ সালে মুক্তি পায়। সঞ্জয় লীলা বনশালির ওই সিনেমার পরই বিচ্ছেদ হয়ে যায় তাদের। পরে সালমানের উপর শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ করে, সম্পর্ক থেকে সরে দাঁড়ান রাই সুন্দরী।

সাংবাদিকদের ডেকে সালমানের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন রাই। এর ফলে ওই সিনেমার পর থেকে এখনও পর্যন্ত বলিউডের ‘ভাইজান’-এর সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি ঐশ্বর্যকে। কিন্তু ‘হাম দিল দে চুকে সানাম’-এর পর সুরজ বরজাতিয়ার ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমাও ঐশ্বর্যকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক?

জানা যায়,‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমায় সালমানের সাথে স্ক্রিন শেয়ারের প্রস্তাব দেওয়া হয় রাই-কে। কিন্তু, ঐশ্বর্য কোনওভাবেই সুরজের ওই সিনেমার জন্য ‘হ্যাঁ’ করেননি। সালমানের বিপরীতে কখনই তিনি অভিনয় করেবন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

সূত্র : জিনিউজ

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি