ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সালাহ-জোতার জোড়া গোলে বড় জয় লিভারপুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১৮ এপ্রিল ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহাম্মদ সালাহ ও দিওগো জোতার জোড়া গোলে লিডস ইউনাইটেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে খেলার শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে লিভারপুল। 

ম্যাচের ৩৫ মিনিটে শুরুটা করেন গাকপো। ৩৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহ। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ২-১ এ কমিয়ে বিরতিতে যায় লিডস ইউনাইটেড। 

তবে দ্বিতীয়ার্ধে আরও জ্বলে উঠে লিভারপুল। দিওগো জোতা, মোহাম্মদ সালাহ ও নানেজ গোল করলে শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। 

৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে লিভারপুল। আর লিডস ইউনাইটেড ১৬ নম্বরে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি