ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সালাহ-ফিরমিনোর গোলে শেষ চারে লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১১ এপ্রিল ২০১৮

ম্যানসিটির ঝলমলে শুরুটা হলো অর্থহীন। শুরুতে গোল করে আশা জাগিয়েছিল পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধের দুই গোলে তাদের হারিয়ে সেমি-ফাইনালে উঠে গেছে লিভারপুল। লিভারপুলের জয়ের দুই নায়ক মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো।

মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। আর দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো ইয়ুর্গেন ক্লুপের দল।

২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবারের মতো সেমি-ফাইনালে খেলবে তারা।

শুরুতেই গ্যাব্রিয়েল হেসুসের গোলে সিটিজেনরা এগিয়ে যায়। কিন্তু মোহাম্মদ সালাহর রেকর্ড ভাঙা গোলে সমতা ফেরায় লিভারপুল। রবার্তো ফিরমিনো ইতিহাদ স্টেডিয়ামের দর্শকদের নিস্তব্ধ করে দেন জয়সূচক গোল করে।

প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে হেরে আসা সিটি ঘরের মাঠে পায় দারুণ শুরু। দ্বিতীয় মিনিটেই লিভারপুলের জালে বল পাঠান গাব্রিয়েল জেসুস। মাঝমাঠ থেকে ফের্নানদিনিয়ো খুঁজে পান অরক্ষিত রাহিম স্টার্লিংকে। সময় নষ্ট না করে তিনি বল দেন ছুটে আসা জেসুসকে। তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেননি।

ম্যাচের ৪৫তম মিনিটে পাল্টা-আক্রমণ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি লিভারপুল ফরোয়ার্ড অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬তম মিনিটে সহজেই সমতা ফেরান সালাহ। লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপিয়ান কাপের এক মৌসুমে ৮ গোলের রেকর্ড গড়েন মিশরীয় ফরোয়ার্ড। কাইল ওয়াকারের ভুলে ফিরমিনো ম্যাচর ৭৭তম মিনিটে করেন দলকে জেতানো গোল। নিকোলাস ওতামেন্দির কাছ থেকে বল কেড়ে নিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে ২-১ গোলে এগিয়ে যায় লিভারপুল। বাকি সময় আর কোনও দল কোনও গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লুপের দল।

শেষ আটের দ্বিতীয় লেগে মাত্র দ্বিতীয় মিনিটে হেসুসের গোলে ফিরে আসার ইঙ্গিতই দিয়েছিল তারা। কারণ প্রথমার্ধের পুরোটা আধিপত্য ছিল স্বাগতিকদের। বার্নার্ডো সিলভার শট পোস্টে লাগে এবং লেরয় শেনের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে রেফারি আন্তোনিও মাতেউ লাহোজের সঙ্গে বিরতির সময় তর্ক বাধান কোচ পেপ গার্দিওলা। এর শাস্তি হিসেবে বাকি সময় স্ট্যান্ডে বসে খেলা দেখতে হয়েছে ম্যানসিটি কোচকে। সব ধরনের প্রতিযোগিতায় এনিয়ে টানা তিন ম্যাচে হারল সিটি। এনফিল্ডে প্রথম লেগে ৩-০ গোলে হারের পর শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছিল সিটিজেনরা।

সূত্র: গোল ডটকম

একে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি