ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সালাহকে বার্সায় চায় মেসি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১৮:৪৩, ১৯ জুন ২০১৮

বর্তমান ফুটবল বিশ্বে মিশরীয় মেসি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন লিভারপুলের জার্সি গায়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা মহম্মদ সালাহ।

তিনি প্রায় একক নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে দিয়েছিলেন দলকে। শুধু ক্লাব নয়, নিজের দেশকেও ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছেন সালাহ।

তাকে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মিশরের বাসিন্দারা। শোনা যাচ্ছে, সেই সালাহকেই নাকি এবার নিজের দলে চাইছেন স্বয়ং লিওনেল মেসি।

বিদেশি একটি গণমাধ্যমে খবর এসেছে, এলএম টেন নাকি ইতিমধ্যেই বার্সা ম্যানেজারের কাছে সালাহকে নেওয়ার বিষয়ে আবেদন জানিয়েছেন। আগামী মৌসুমে মিশরীয় স্ট্রাইকারের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা প্রকাশও করেছেন তিনি।

মেসির দাবি, সুয়ারেজ ও তার সঙ্গে সালাহকে জুড়ে দেওয়া হলে বার্সেলোনার অ্যাটাকিং লাইন আরও শক্তিশালী হবে।

তবে ২৬ বর্ষীয় সালাহকে ছাড়তে রাজি নয় লিভারপুলও। গত মরশুমে ৪৪ টি গোল করে সোনার বুট জিতে নিয়েছিলেন এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের শিরোপাও পান তিনি। এমন প্রতিভাবান দক্ষ ও দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ডকে মোটা অঙ্কের অর্থ দিয়েই রেখে দিতে মরিয়া অ্যানফিল্ড ক্লাব।

শোনা যাচ্ছে, প্রতি সপ্তাহে ১ কোটি ৬৬ লক্ষ টাকার বিনিময়ে সালাহর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করছে লিভারপুল।  

 

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি