ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সালাহর গোলে লিভারপুলের স্বস্তির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:১৮, ২১ অক্টোবর ২০১৮

চলতি মৌসুমে হঠাৎ ছন্দ হারিয়েছিল লিভারপুল। কিন্তু মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহর গোলে প্রিমিয়ার লিগ ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে হারিয়ে স্বস্তির জয় পেল ইয়ুর্গেন ক্লপের দল।

শনিবার রাতে হাডার্সফিল্ড টাউনের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর জিতল তারা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৪তম মিনিটের জেরদান সাচিরির আড়াআড়ি করে বাড়ানো বল ডান পায়ের কোনাকুনি শটে দূর থেকেই গোল দেন সালাহ।

ম্যাচের ৩১তম মিনিটে হাডার্সফিল্ডের সমতায় ফেরা হয়নি ক্রসবারের বাধায়। অধিনায়ক জোনাথন হগের নেওয়া জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারে লেগে ফিরে।

বিরতি থেকে ফিরেও কোনও দল আর গোল কাতে পারেনি। তাই শেষ পর্যন্ত লিগে সপ্তম জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের দল।

এ জয়ের মাধ্যমে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে। চেলসি ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর টটেনহ্যাম হটস্পার ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চতুর্থ স্থানে আছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি