ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালাহ’র জোড়া গোলে লিভারপুলের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ছন্দে থাকা মোহাম্মদ সালাহ করলেন জোড়া গোল। তাতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল লিভারপুল। তবে শেষ দিকে হ্যারি কেইনের গোলে ঘুরে দাঁড়ালেও হার এড়াতে পারেনি টটেনহ্যাম।

রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। সালাহর জোড়া গোলে প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যাওয়া টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে লড়াইয়ে ফেরে।

ম্যাচের ১১ মিনিটে দলকে এগিয়ে দেন সালাহ। দারউইন নুনেসের বাড়ান বল ধরে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন সালাহ। এই নিয়ে লিগে টানা দুই ও সব প্রতিযোগিতা টানা চার ম্যাচে জালের দেখা পেলেন সালাহ।

এরপর ম্যাচের ৪০তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটিও করেন এই মিশরীয় ফরোয়ার্ড। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে  ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন সালাহ।

প্রথমার্থে এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফিরে দুই গোলে পিছিয়ে থাকা টটেনহ্যাম মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে গোলের দেখা পাচ্ছিল না দলটি। অবশেষে ৭০তম মিনিটে ব্যবধান কমান কেইন। দেইয়ান কুলুসেভস্কির বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।

বাকি সময়ে একের পর এক আক্রমণ করে টটেনহ্যাম। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে গোল প্রায় হয়েই যাচ্ছিল; কিন্তু কেইনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ফলে নিজেদের মাঠে হার নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলা লিভারপুল ১৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি