ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সালাহরটা নয়, আমারটাই সেরা: রোনালদো (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৯, ২ অক্টোবর ২০১৮

সময়টা খুব একটা ভাল যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর৷ স্পেনে করফাঁকি মামলা থেকে নিস্তার পেয়েছিলেন, এবার মাথার উপর খাঁড়ার মতো ঝুলছে ধর্ষণের অপবাদ৷

পরিস্থিতি ক্রমশ আরও জটিল হচ্ছে৷ রোনালদো অবশ্য রয়েছেন সেই রোনালদোতেই৷ মেজাজটাই তো আসল রাজা!

দুনিয়া জুড়ে তার উপর আরোপ করা ধর্ষণের অপবাদ নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে, তখন তিনি নিজেকে সেরা বলে দাবি করেছেন।

চলতি মাসে ফিফার বর্ষসেরা গোলের সম্মান জিতেছেন মিশরীয় মেসি নামে খ্যাত সালাহ৷ দর্শনীয় সেই গোলকে ফিফার বিচারে সেরা হলেও রোনালদোর চেখে সেরা নয়৷ নিজের গোলকেই সেরা বলছেন রোনালদো।

এই গোল প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো বলেন, ‘সালাহ যোগ্য ফুটবলার হিসেবে সেরা গোলের পুরস্কার জিতেছেন৷ তবু বলব আমার বাইসাইকেল কিকে করা গোলটাই সেরা৷’

প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের বিরুদ্ধে বাই সাইকেল কিকে দুর্দান্ত গোল করেছিলেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়৷ পরোক্ষে ফিফার সেরা গোলের সিদ্ধান্তকে এভাবেই বিঁধলেন সিআর সেভেন৷

দেখে নিন রোনালদোর সেই গোল

এবার দেখে নিন ফিফার বর্ষসেরা সেই গোল-

এমএইচ/একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি