ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সাহাবউদ্দীনের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ১৪ এপ্রিল ২০১৮

প্রতি বছরের ন্যায় এবারও পহেলা বৈশাখে চট্টগ্রামের সিআরবি সাত রাস্তার মোড়ে বসেছিল সাহাবউদ্দীনের বলীখেলা। কক্সবাজারের উখিয়ার কলিমউল্লাহ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।

শনিবার (১৪ এপ্রিল) নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বিকেল ৩টায় শুরু হওয়া এ বলীখেলা দেখতে সিআরবিতে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।

এবার কক্সবাজারের উখিয়া, রামু, চকরিয়া, চট্টগ্রামের বাঁশখালীসহ দেশের নানা প্রান্ত থেকে ৭০ জন বলী অংশ নেন। বলীখেলায় পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রথমে ৭০ বলীর মধ্য থেকে ৮ বলীকে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ দেন আয়োজকরা। পরে সেমিফাইনাল থেকে কলিম উল্লাহ ও শাহজালাল বলী ফাইনালে উন্নীত হন। ফাইনালে ‘কক্সবাজারের কলিমউল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী।’

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি