ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সাড়ে ৭ বা ৮ মাত্রার ভূমিকম্পে হতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ

প্রকাশিত : ১৩:২৬, ১৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:২৬, ১৫ এপ্রিল ২০১৬

সাড়ে সাত বা আট মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মতো বড় শহরে হতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। প্রাণহানী হতে পারে বহু মানুষের। এমন শঙ্কা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ঢাকার অপরিকল্পিত ভবন এবং জলাশয় ভরাট করে নির্মিত ভবনগুলো সবচে’ ঝুঁকিতে আছে। আবহাওয়াবিদরাও বলছেন, বড় ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে। ৪ জানুয়ারির পর কয়েকবার ভূমিকম্প হলেও বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূ-কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৬.৯ মাত্রার এ ভূমিকম্পে কয়েকটি ভবনও হেলে পড়ে। গেলো শতাব্দীর পর বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প না হলেও, যেকোন সময় বড় দুর্যোগ হানা দিতে পারে বলেই আশংকা করে আসছেন বিশেষজ্ঞরা। আর এমনটি হলে ঢাকা ও আশপাশে ক্ষয়ক্ষতির সীমা থাকবে না। অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট করে ভবন নির্মান, ইমারত বিধিমালা না মেনে ভবন তৈরীর কারণে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলেই বলছেন তারা। আবহাওয়াবিদরা বলছেন, ভূমিকম্প খুব কম সময় স্থায়ী হয়। তাই এই প্রাকৃতিক দুর্বিপাকে অযথা আতঙ্কিত না হয়ে সম্ভাব্য সতর্কতা মেনে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ তাদের। আরও কয়েকটি সাব স্টেশন হলে, অচিরেই আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের সঠিক মাত্রা নিরূপন করতে সক্ষম হবে বলেও জানান তিনি। সেই সাথে আগাম সুনামি সতর্কতাও জানা যাবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি