ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

সিআরপি ও ওয়াটারএইডের পরিবেশ বান্ধব যৌথ পদক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৬ মার্চ ২০২৩

ভূগর্ভস্থ পানির উন্নততর সম্পূর্ণ ব্যবহার নিশ্চিতের লক্ষে বৃষ্টির পানি সংগ্রহ প্রযুক্তি কেন্দ্রিক একটি প্রকল্প পরিচালনার লক্ষ্যে সম্প্রতি ওয়াটারএইড এবং পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্‌ড – সিআরপি’র মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

“প্রমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস” শিরোনামের এই প্রকল্পের মূখ্য উদ্দেশ্য হল ভূগর্ভস্থ পানির উন্নততর সম্পূর্ণ ব্যবহার এবং টেকসই ব্যবহার নিশ্চিতকরণসহ জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বৃষ্টির পানি সংগ্রহ প্রযুক্তি প্রতিস্থাপন করা; এবং প্রতিস্থাপন পরবর্তীকালে প্রত্যাশিত সুবিধাগুলো অব্যাহত রাখার জন্য ফলপ্রসূ কার্যপ্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণ অবকাঠামো নির্মাণ করা।

পাঁচ বছর মেয়াদী এই উদ্যোগটি ০৫ মার্চ, ২০২৩ তারিখ থেকে  ০৪ মার্চ, ২০২৮ তারিখ পর্যন্ত  কার্যকর থাকবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।

বাংলাদেশে ভূগর্ভস্থ পানির পরিস্থিতি সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশে শুষ্ক মৌসুমে শতকরা ২৬ ভাগ পানি সরবরাহের ঘাটতি দেখা দেবে, অন্যদিকে পানির চাহিদা বৃদ্ধি পাবে ২৫০ গুণ। এই ঝুঁকির বিপরীতে, দেশে প্রতি বছর ১২৭ লক্ষ লিটার পর্যন্ত বৃষ্টির পানি সংগ্রহের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে প্রতি বছর ৯৩ লক্ষ লিটার পানি পুনরায় ভূগর্ভে ফেরত যাবে এবং ৩৪ লক্ষ লিটার পানি পান করা ছাড়া অন্যান্য কাজে নিরাপদে ব্যবহার করা যাবে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি