ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিইসির সঙ্গে আ’লীগের প্রতিনিধি দলের বৈঠক শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৪:১৭, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের  প্রতিনিধি দল। সোমবার দুপুর ১২টায় সিইসির সভাকক্ষে প্রতিনিধিদলটি বৈঠকে বসে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন অফিসে যান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাউসার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সচিব রাশেদুল হক ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।  এছাড়া বৈঠকে চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সচিব উপস্থিত আছেন।

বৈঠকে ব্যাপারে সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম জানান, গাজীপুর সিটি নির্বাচন নিয়েই মূলত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে তাঁরা এসেছেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি