ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সিকৃবির ষষ্ঠ উপাচার্য ডা. জামাল উদ্দিন ভূঞা

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ২১ নভেম্বর ২০২২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডা: মো. জামাল উদ্দিন ভূঞা। তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ পেলেন। 

সোমবার (২১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঞা কে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন এবং ভিসি পদের সব সুযোগ-সুবিধা তিনি ভোগ করবেন।

সিকৃবির ভিসি হওয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

অধ্যাপক জামাল উদ্দিন ব্রাক্ষনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি