ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিগারেটে ৩% বিড়ির উপর ১০% কর বৈষম্যমূলোক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্

প্রকাশিত : ১৮:৪৩, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১২:৫৯, ৪ এপ্রিল ২০১৭

২০১৬-১৭ অর্থবছরে সিগারেটে ৩% বিড়ির উপর ১০% কর আরোপ বৈষম্যমূলোক উল্লেখ করে তা দু:খজনক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষনা ও উন্নয়ন কালেকটিভ আয়োজিত বিড়ি-শ্রমিকদের জীবন সংগ্রাম, রাজস্বনীতি ও জাতীয় বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, ধুমপানের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে হলে সিগারেটের উপরও কর বৃদ্ধি করতে হবে এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অনুষ্ঠানে মুল প্রবন্ধে বলা হয়, বিড়ি শ্রমিকদেও ইতিহাস স্বাধীনতার সাথে জাড়িত তাই তাদের স্বাস্থ্য ঝুঁকি ও পুনর্বাসনের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় জীবন যাপনে নানা অসুবিধার কথা তুলে ধরে প্রস্তাবিত বাজেটে কর কমানো দাবী জানান বিড়ি শ্রমিকরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি