ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরেক বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২০

সিঙ্গাপুরে নতুন করে আরও দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজন বাংলাদেশি বলে জানা গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএ জানায়, সিঙ্গাপুর প্রবাসী ওই বাংলাদেশি সে দেশে করোনায় আক্রান্ত দ্বিতীয় বাংলাদেশি।

এর আগে রোববার সিঙ্গাপুরে এক বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যিনি আক্রান্ত হয়েছেন তিনি এবং প্রথম ব্যক্তি একই জায়গায় কাজ করতেন।

এক বাংলাদেশি ছাড়াও নতুন করে দেশটিতে আরও একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তিনি সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক। এ নিয়ে সিঙ্গাপুরে মোট ৪৭ জন এতে আক্রান্ত হলেন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

সিঙ্গাপুরে থাকা করোনায় আক্রান্ত ব্যক্তির বয়স ৩৯ বছর। ৮ ফেব্রুয়ারি তার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়। অল্প কিছু দিনের মধ্যে তিনি চীনে ভ্রমণ করেননি।

৬ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতা বোধ করলে এর পরদিন একটি সাধারণ হাসপাতালে যান এই বাংলাদেশি। এরপর ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজে (আইসিইউ) গেলে ১০ ফেব্রুয়ারি তার করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য জানা যায়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি