ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্ট্যামফোর্ড র‌্যাফলসের জন্মদিন আজ

প্রকাশিত : ০৯:৫২, ৬ জুলাই ২০১৯ | আপডেট: ০৮:৪৫, ৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসক ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার থমাস স্টামফোর্ড বিংল্লি র‌্যাফেলসের জন্মদিন আজ। তিনি ১৭৮১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্রিটিশ রাজনীতিক, ব্রিটিশ জাভা লেফটেন্যান্ট গভর্নর (১৮১১-১৮১৫) এবং বেঙ্গলোর গভর্নর জেনারেল (১৮১৭-১৮২২) ছিলেন।

তিনি নেপোলিয়নিক যুদ্ধের সময় ডাচ ও ফরাসি সামরিক বাহিনীর ইন্দোনেশিয়ান দ্বীপের জয়লাভের সঙ্গে জড়িত ছিলেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণে অবদান রেখেছিলেন। এই মানুষটি একটি অপেশাদার লেখকও ছিলেন। তিনি একটি বই লিখেছেন, জাভা ইতিহাস (১৮১৭)।

এই ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসক ভারত ও দক্ষিণপূর্ব এশিয়ার ঔপনিবেশিক নীতিমালায় প্রচারে সক্রিয় ছিলেন। প্রাথমিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী হয়ে মুরেতে কাজ করেন। ১৮১১ সালের পরে তিনি জাভাতে যান, ডেপুটি গভর্নর হন, কর সংস্কারের মতো বিভিন্ন সংস্কারের প্রচার করেন। সুমাত্রার ডেপুটি জেনারেল ম্যানেজার হওয়ার পর, যখন জাভা নেদারল্যান্ডে ফিরে আসে, তখন ১৮১৯ সালে সিঙ্গাপুর জিতে নেয় এবং পূর্ব ইউনাইটেড কিংডমে একটি বেস তৈরি করে।

১৮৬২ সালের ৫ জুলাই এই মানুষটি দেহ ত্যাগ করেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি