সিজেডএম কিডনি ডায়ালাইসিস সেন্টারকে ‘হোপ’ এর অনুদানের চেক হস্তান্তর
প্রকাশিত : ১৬:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
সিজেডএম কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ট্রান্সপ্লান্টশেন সেন্টারকে ‘হোপ’ এর পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিজেডএমের অন্যতম উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের হাতে এ চেক হস্তান্তর করেন হোপ এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেডএমের সিইও এবং সাবেক সচিব ড. মিয়া মুহাম্মদ আইয়ুব, সাবেক সচিব এম এম নাসির উদ্দিন, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন এবং সিইও শেখ আজিজ উদ্দিন, সিজেডএমের চেয়ারম্যান নিয়াজ রহিম, সেন্টারের পরিচালক প্রফেসর ডা. তৌহিদ হোসাইন, হোপ পরিচালক মাহমুদুল হক রোমান ও আসাদ মাহমুদ।
অ্যাডভোকেট কাউসার আলম ভূঁইয়া বলেন, সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই হোপের লক্ষ্য। সিজেডএমের এমন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে যে কোনো মানবিক উদ্যোগে আমরা পাশে থাকব।