ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিটি ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নিচ্ছেন গার্দিওলা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৯ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

পেপ গার্দিওলা, ক্লাব ফুটবলের একজন সফল কোচ। জিতেছেন সব কিছুই। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

ক্লাব ফুটবলে সব কিছু জিতলেও জাতীয় দলের কোচ হিসেবে এখনো ‘পরীক্ষাটা’ দেওয়া হয়নি তার। বহুবার প্রস্তাব পেলেও ক্লাব ফুটবলকেই বেছে নিয়েছেন এই স্প্যানিস কোচ। এমনকি গার্দিওলার নিজ দেশ স্পেনের কোচের প্রস্তাবও নাকোচ করেছেন। তবে এবার গুঞ্জন উঠেছে ক্লাব ফুটবল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নাম লেখাবেন গার্দিওলা। সিটির সাথে চুক্তি শেষ হওয়ার পর ব্রাজিলের কোচ হিসেবে দেখা যাবে গার্দিওলাকে!

স্পেন, ইংল্যান্ড দুই দলের কোচ হওয়ার প্রস্তাব বহুবার পেয়েছেন গার্দিওলা। প্রতিবারই ক্লাব ফুটবলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবশেষ ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করার প্রস্তাব পেলেও সিটির দায়িত্ব ছাড়েননি তিনি। তবে ২০২৫ সালে শেষ হচ্ছে সিটির সাথে তার চুক্তি। গার্দিওলা বেশ কয়েকবার আভাসও দিয়েছেন, সিটির সাথে আর চুক্তি নবায়ন করবেন না তিনি। এছাড়াও ক্লাব ফুটবল ছেড়ে জাতীয় দলের কোচিং করানোর স্বপ্নের কথাটাও স্বীকার করেছেন পেপ।

গার্দিওলাকে ব্রাজিল দলে ভেড়াতে চাচ্ছে, এই খবরটা শোনা গিয়েছিল বছর দুয়েক আগেই। তখন আগ্রহী না হলেও স্প্যানিশ ও ব্রাজিল সংবাদমাধ্যম বলছে, গার্দিওলা এবার ব্রাজিলের কোচ হতে আগ্রহী। তবে সেটা খুব সহসাই হচ্ছে না। ২০২৫ সালে সিটির সাথে চুক্তি শেষ হওয়ার পরেই এ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে দুই পক্ষের মাঝে। একই সাথে এটাও শোনা যাচ্ছে, সিটির দায়িত্ব ছাড়লেও ২০৩০ বিশ্বকাপকে টার্গেট করেই জাতীয় দলের কোচ হিসেবে নাম লেখাবেন পেপ।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ অবশ্য বলছেন, পরবর্তী বিশ্বকাপে দরিভাল জুনিয়রের উপরেই ভরসা রাখতে চান তারা, ‘পেপ পৃথিবীর অন্যতম সেরা কোচ। আমরা তাকে অনেক সম্মান করি। কিন্তু তার সাথে এই মুহূর্তে কোনো যোগাযোগ হয়নি। আমরা এই মুহূর্তে দরিভালের উপরেই পূর্ণ ভরসা রাখতে চাই।’

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি