ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিটিং সার্ভিস বন্ধের উদ্যোগ সঠিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ১৭ এপ্রিল ২০১৭

সিটিং সার্ভিস

সিটিং সার্ভিস

Ekushey Television Ltd.

রাজধানীতে গণপরিবহনের নৈরাজ্য কমাতে কথিত সিটিং সার্ভিস বন্ধে বিআরটিএ এবং মালিক সমিতির উদ্যোগকে সঠিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দাঁড় করিয়ে যাত্রী পরিবহণ বেআইনী। কিন্তু সিটিং সার্ভিসের নামে অযৌক্তিকভাবে আদায় করা হতো অতিরিক্ত ভাড়া। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শও তাদের। আর বিআরটিএ বলছে,অভিযানে যাত্রী দুর্ভোগ সাময়িক। শিগিগরই শৃংখলা ফিরবে গণ পরিবহনে।
রাজধানীতে ইচ্ছে মত ভাড়া বন্ধ আর গণপরিবহণে শৃংখলা ফেরাতে সিটিং সার্ভিস না রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বিআরটিএ। কিলোমিটার প্রতি নির্ধারিত ভাড়া কার্যকরেও নেয়া হয়েছে উদ্যোগ।
রোববার থেকে এই উদ্যোগ কার্যকরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। কিন্তু নানা অজুহাতে আদায় করা হয় অতিরিক্ত ভাড়া।
বিআরটিএ বলছে, নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহণ তদারকিতে অভিযান অব্যাহত থাকবে।
আর যাত্রীদের স্বার্থ রক্ষা নিয়ে আন্দোলনকারি সংগঠকের আশা, এই উদ্যোগ সর্বোত্তভাবে সফল হবে। ইলিয়াস কাঞ্চন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই। তবে সাধারন মানুষের চাওয়া গণ পরিবহণ যেন হয় যাত্রী বান্ধব।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি