সিটিসেল সিইও মেহবুব চৌধুরী গ্রেফতার
প্রকাশিত : ১৮:৪৪, ১ জুলাই ২০১৭
ছবি: দুদকের লোগো
দুদকের মামলায় সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন। শনিবার দুপুরে শ্রীলঙ্কা থেকে ফেরার পর তাকে আটক করা হয় বলে শাহজালাল বিমানবন্দ কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, পুলিশের কাছে কিছু তথ্য ছিল। তার ভিত্তিতে মেহবুব চৌধুরীকে আটকের পর দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ বুধবার একটি মামলা করে দুদক। ওই মামলায় মেহবুব চৌধুরী ছাড়াও সিটিসেলের অন্যতম কর্নধার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পাশাপাশি এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।
//এআর
আরও পড়ুন