ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সিটিস্ক্যান করা হচ্ছে জাফর ইকবালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ৩ মার্চ ২০১৮

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সিটিস্ক্যান করা হচ্ছে। সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, আঘাতে কী পরিমাণ জায়গায় জখম হয়েছে তা জানতেই সিটিস্ক্যান করা হচ্ছে।

শনিবার বিকালে ক্যাম্পাসের মুক্তমঞ্চে জাফর ইকবাল হামলার শিকার হন। এ হামলার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ফেস্টিভ্যাল চলছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাফর ইকবাল; সেখানেই তার উপর হামলা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান বলেন, “বিকাল ৫টায় মঞ্চে ওঠার সময় পেছন থেকে ছুরি দিয়ে মাথায় আঘাত করা হয়।”

টিকে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি