ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিডনিতে ‘ত্রিনয়ণী’র দুর্গাপূজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৪ অক্টোবর ২০২২

‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ চেতনাকে ধারণ করে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘ত্রিনয়ণী’র আয়োজনে প্রথমবার আয়োজন করা হয় দু’দিনের সার্বজনীন দুর্গাপূজা।
 
সিডনির রোজলিয়া কমিউনিটি হলে ১ অক্টোবর (শনিবার) সকাল থেকে শুরু হয়ে পরদিন রবিবার সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলে। এতে অসংখ্য প্রবাসী উপস্থিত হয়ে উৎসবে মেতে উঠেন।

প্রতিদিন সকালে পূজা-অর্চ্চনা পরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সাথে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।

সিডনির জনপ্রিয় শিল্পী রাসেল ইকবাল, রুমানা ফেরদৌসী, সাঈদুল খান তাপস, তুলি চৌধুরী, ফিরোজ সিদ্দিকী, গোপা ঘোষ সহ অন্য শিল্পীরা অনুষ্ঠানটিকে উৎসবে রুপ দেন।

উপস্থিত প্রবাসীরা পূজার প্রতিমা, মন্ডপসজ্জার সাথে আতিথিয়েতার প্রশংসা করেন। অথিতিদের মতে ত্রিনয়ণীর আয়োজিত পূজাতে এসে তারা নিজের পূজার অনুভূতি পেয়েছেন। সিডনির জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের করা মন্ডপসজ্জা সবার কাছে প্রশংসিত হয়।

এ আয়োজনের মূলআকর্ষণ ছিলো সবধর্মের প্রবাসীদের উপস্থিতি আর সহযোগীতা।

আয়োজকদের পক্ষে ডাঃ সত্যজিৎ দত্ত, ডাঃ রাজীব দাশ, রোহান লালা, দেবাশীষ চৌধুরী, নন্দন মজুমদার, ঊত্তম বসাক, সুদীপ সাহা, ইন্দ্রজিৎ দাশ সবাইকে সহযোগীর জন্য ধন্যবাদ জানান।  তারা সামনের বছরগুলোতে আরে বড় পরিসরে এ সার্বজনীন ঊৎসবের আয়োজন করবেন বলে আশাবাদী।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি