ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সিডরের ভয়াল স্মৃতি আজো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৫ নভেম্বর ২০১৮

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ভয়াল স্মৃতি আজো তাড়িয়ে বেড়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলবাসীকে। সিডর আঘাতের এগার বছর পরও ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ। তাইতো এখনো আতঙ্কে দিন কাটে উপকূলবাসীর।

২০০৭ সালের ১৫ নভেম্বর; স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে উপকূলীয় এলাকায়। বাড়িঘর, গাছপালা উপড়ে লণ্ডভণ্ড করে দেয় বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি ঘটে বহু মানুষের। বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় সব কিছু।

সিডরের আঘাতে পটুয়াখালীতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৪৬৬ জন, আর নিখোঁজের তালিকায় ২১১ জন। ১১ বছর পরও দুঃসহ সেই দিনের কথা মনে করে বাকরুদ্ধ হয়ে পড়েন অনেকে। হারানো স্বজনের স্মৃতি হাতড়ে বেড়ান কেউ কেউ।

সিডর-আইলার মতো দুর্যোগের পরও বাগেরহাটে দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ গড়ে উঠেনি। ফলে আতংক কাটেনি উপকুলবাসির। দুর্যোগকালিন ও পরবর্তী করণীয় বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সচেতনতা সৃষ্টি হলেও অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে হতাশায় তারা।

সিডর, মহাসেন, আইলা, রোয়ানুর আঘাতের কারণে বরগুনায় ৯০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৫০০ কিলোমিটার এখনও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত ১৫০ কিলোমিটার।

ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ জমি না দেয়ায় বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

জরুরি মেরামতের আওতায় সাময়িক রিং বাঁধের ব্যবস্থা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি