ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ২৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের চার বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সরকারি ও বেসরকারি এ সকল ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে আঞ্চলিক প্রধানসহ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বুধবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সরকারি-বেসরকারি কলেজের তথ্য পাঠাতে সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি এ অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার এ সকল অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি