ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

সিদ্দিক আহমেদের স্মৃতি রক্ষায় সড়ক ও পাঠাগারের নামকরণের ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০৮, ১৮ মে ২০১৭

বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সিদ্দিক আহমেদের স্মৃতি রক্ষায় তার জন্মস্থান রাউজানে একটি সড়ক ও পাঠাগারের নামকরণের ঘোষণা দিয়েছেন রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
বুধবার রাউজানে সিদ্দিক আহমেদ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ’কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি নতুন প্রজন্মকে সিদ্দিক আহমেদের আদর্শ ধারণের আহ্বান জানান। সিদ্দিক আহমেদের ছোট ভাই শামীম আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি