ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

সিনিয়র সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২২

সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সাবেক বাণিজ্যিক সম্পাদক শামসুল আলম বেলাল আর নেই।

রোববার দিন গত রাত ২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

শামসুল আলম বেলাল ১৯৫৮ সালের ১৫ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৭ জুলাই তিনি বাসসে যোগদান করেন এবং ২০২০ সালের ১৫ এপ্রিল অবসর গ্রহণ করেন। বাসসে দীর্ঘ কর্মজীবনে তিনি অনলাইন এডিটর, সিটি এডিটর ও বাণিজ্যিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তার নামাজে জানাজা দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। 

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ শামসুল আলম বেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোক বার্তায় আজাদ তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
সূত্র: বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি